শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরে ৪ হাজার সেনা জওয়ান নামিয়ে ব্যাপক জঙ্গি দমন অভিযানের মধ্যেই আঘাত হানল সন্ত্রাসবাদীরা। সেনার টহলদারি দলের ওপর জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন এক সাধারণ নাগরিক, জখম দুজন জওয়ান।
অপারেশন ক্লিন আপ নামে নিরাপত্তাবাহিনীর জঙ্গি দমন অপারেশন শুরু হয় বৃহস্পতিবার ভোরে। সোপিয়ানের একাধিক গ্রাম ঘিরে শুরু হয় তল্লাসি। সেনা, পুলিশ, সিআরপিএফ জওয়ানরা ঘরে ঘরে ঢুকে খোঁজখবর করে।
সেনাবাহিনীর জনৈক অফিসার পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, অশান্ত কাশ্মীর উপত্যকায় এক দশকের বেশি সময়কালে সম্ভবত এই প্রথম এমন বড় মাপের অভিযান চলছে। গত কয়েকদিন ধরে একের পর এক জঙ্গি হামলার মোকাবিলায় শুরু হওয়া অভিযানে আকাশপথেও নজরদারি চালাচ্ছে ড্রোন, হেলিকপ্টার। ১২ ঘন্টা অভিযান চলার পর সন্ধ্যায় আচমকা হামলা করে জঙ্গিরা।
সেনার অভিযানের পরিভাষায় 'রিভার্স সুইপ' চলছিল সোপিয়ানের চৌউদারি গুন্ড ও কেল্লার এলাকায়। প্রথমে চিরুণি তল্লাসি, পরে হঠাত্ কোনও একটি এলাকায় ঢুকে তল্লাসি। জওয়ানরা সন্ত্রাসবাদীদের খোঁজে স্থানীয় গ্রামের দিকে এগোয়। তখনই কোনও কিছু তারা বোঝার আগেই গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিরা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। দুই জওয়ান, ঘটনাস্থলে আচমকা এসে পড়া এক নিরস্ত্র বাসিন্দা জখম হন। পরে সেই বাসিন্দার মৃত্যু হয়। গুলির জবাবে সঙ্গে সঙ্গে জবাব দেন জওয়ানরাও। পাশাপাশি আশপাশের অন্য টহলদার টিমগুলিকেও সতর্ক করে দেন।
সেনার এক অফিসার জানান, ওখানে বিদেশি সন্ত্রাসবাদী সহ বেশ কয়েকজন জঙ্গি ঘাপটি মেরে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়েই সেখানে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চলে। যদিও কোনও গ্রেফতারি হয়নি।