শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে রমজান মাসে কেন্দ্রের যুদ্ধবিরতির উদ্যোগ বানচাল করতে হামলা অব্যাহত রেখেছে সন্ত্রাসবাদীরা। এজন্য তাদের একহাত নিলেন ওমর আবদুল্লা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ ও পুলওয়ামায় দুই সন্ত্রাসবাদী হামলায় দুজন পুলিশকর্মীর মৃত্যু ও ৬ জন নিরাপত্তাকর্মীর জখম হওয়ার তীব্র নিন্দা করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, জঙ্গি গোষ্ঠীগুলি মরিয়া হয়ে উঠেছে, নিশ্চিত করতে চাইছে যে, যুদ্ধবিরতির প্রয়াস ব্যর্থ হবে। এই অবস্থায় নিরাপত্তা বাহিনী যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তাদের ওপর আরও বড় আঘাত হানে, তবে সেজন্য তারা নিজেরাই দায়ী থাকবে।





গত ১৬ মে কেন্দ্র রমজান মাসে সন্ত্রাসবাদ দমন অভিযান না চালাতে নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দেয়, যদিও আক্রান্ত হলে পাল্টা অভিযানের অধিকার রয়েছে তাদের।
ওমর বলেছেন, সাব-ই-কাদরের সময় পুলওয়ামায় যারা পুলিশকর্মীদের মেরে ফেলেছে, তাদের নরকের আগুনে পুড়ে মরা উচিত, আর কোথাও নয়। ওদের পরিণতি এমনই হওয়ার কথা।
অনন্তনাগে সন্ত্রাসবাদীদের গ্রেনেড হামলায় ৬ জন সিআরপিএফ জওয়ান অল্পবিস্তর জখম হন।