ভিডিওয় দেখা যাচ্ছে, বৃদ্ধ মহিলা ১৯৫৬-র ছবি পরিবারের একটি গানের তালে নাচছেন। গানটি গেয়েছিলেন মান্না দে ও লতা মঙ্গেশকর।
দেখুন ভিডিও
আজকের জটিল সময়ে মনের আনন্দে এই বৃদ্ধার নাচ দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ৪দিন আগে পোস্ট হয়েছে ভিডিওটি। এর মধ্যেই তা দেখে ফেলেছেন প্রায় আধকোটি মানুষ। শেয়ার হয়েছে প্রায় দেড়লাখ।