নয়াদিল্লি: সাধারণ মানুষের পক্ষে সুখবর। এ বার এয়ারপোর্ট,হোটেল, মল, রেস্তোরাঁ সহ সমস্ত জায়গায় একই দামে মিলবে মিনারেল ওয়াটার বোতল।অর্থাত্, স্থান ভেদে এবার ক্রেতাদের একই কোম্পানির একই পরিমাণ জলের বোতলের জন্য ভিন্ন ভিন্ন দাম দিতে হবে না। দেশের সর্বত্র এক দামে বোতলবন্দি পানীয় জল বিক্রির জন্য নির্দেশিকা জারি করল কেন্দ্র। এ ব্যাপারে কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষামন্ত্রী রামবিলাস পাসোয়ান সোমবার ট্যুইটে জানিয়েছেন, বিমানবন্দর, হোটেল ও শপিং মলে এখন থেকে এক দামে মিলবে বোতলবন্দি জল।









ক্রেতা সুরক্ষামন্ত্রকের উপভোক্তা ফোরামে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দামে বোতলবন্দী জলের বিক্রি নিয়ে ভুরি ভুরি অভিযোগ আসছিল। অভিযোগ করা হচ্ছিল যে, জলের বোতলে কোম্পানি আলাদা আলাদা দাম প্রিন্ট করছে। এ বিষয়ে কোম্পানিগুলির কাছে জবাবদিহিও চেয়েছে সরকার।