মাস মাইনের পর এবার বাড়ল পেনশন, গ্র্যাচুইটি। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করল কেন্দ্রের কর্মীবর্গ, জন অভিযোগ, ও পেনশন মন্ত্রক।
এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন ছিল সাড়ে তিন হাজার টাকা। এখন তা বেড়ে দাঁড়াল ৯ হাজার টাকা। বৃদ্ধি ১৫৭ দশমিক ১৪ শতাংশ। সর্বোচ্চ পেনশন হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা। শুধু পেনশন নয়, বেড়েছে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমাও। ১০ লক্ষ থেকে তা বেড়ে হয়েছে ২০ লক্ষ টাকা।
এছাড়াও কর্মরত অবস্থায় দুর্ঘটনা, জঙ্গি হামলা বা কোনও সমাজবিরোধী কাজকর্মের জেরে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর মৃত্যু হলে এত দিন ১০ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ দেওয়া হত পরিবারকে। তা বাড়িয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা। এই মূহূর্তে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীর সংখ্যা প্রায় ৫৮ লক্ষ। কেন্দ্র সপ্তম বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করায় উপকৃত হবেন তাঁরা।