নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার আবহেই ভারত সরকার পাক অভিনেতা আদনান সিদ্দিকি ও সাজাল আলির ভিসা মঞ্জুর করল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে।


উল্লেখ্য, উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারত-পাক সম্পর্কের তিক্ততা চরম আকার ধারণ করেছে। বিভিন্ন উত্তেজনাপূর্ণ বিবৃতি ও সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালনোর ঘটনা পরিস্থিতি আরও ঘোরাল করেছে। এমএনএসের মতো দলের হুমকির কারণে বহু পাক শিল্পী ভারত ছাড়তে বাধ্য হয়েছেন। ফাওয়াদ খান ও মাহিরা খানের মতো পাক তারকারা তাঁদের সিনেমার প্রোমোশনও করতে পারেননি। এমএনএস-শিবসেনার মতো চরম দক্ষিণপন্থী দলের হুমকির মুখে পড়ে তাঁদের দেশে ফিরতে হয়েছে।

এই পরিস্থিতিতেই দুই পাক অভিনেতার ভিসা মঞ্জুরের ঘটনা খুবই তাত্পর্য্যপূর্ণ। গত শনিবার আদনান সিদ্দিকি ও সাজাল আলিকে তাঁদের সিনেমার কাজ সম্পূর্ণ করতে ভারতে আসার জন্য ভিসা মঞ্জুর করা হয়েছে।

ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে উরি হামলা ও সার্জিক্যাল স্ট্রাইকের পর সাজাল ও আদনানের ভিসার আর্জি বহুবারই খারিজ হয়ে গিয়েছে। এবার তাঁরা একমাসের জন্য ভিসা পেয়েছেন। আগামী মাসেই সিনেমার বাকি কিছু দৃশ্যের শ্যুটিং ও গানের জন্য তাঁরা দিল্লি আসবেন।

বলিউড ডিভা শ্রীদেবী প্রযোজিত মহিলাকেন্দ্রিক সিনেমা মম-এর শ্যুটিংয়ের জন্য ওই দুই পাক শিল্পী ভারতে আসছেন। শ্রীদেবী এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আদনানকে শ্রীদেবীর স্বামী ও সাজালকে মেয়ের ভূমিকায় দেখা যাবে।