বাবার পিস্তল নিয়ে খেলছিল ভাই, আচমকা গুলি চলল, মৃত্যু দিদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jun 2017 07:07 PM (IST)
ভিণ্ড: বাবার লাইসেন্সড পিস্তল নিয়ে খেলছিল আট বছরের নাবালক। ঘরের আর এক প্রান্তেই বসেছিল তার দশ বছর বয়সি দিদি। আচমকা সেখান থেকে গুলি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দশ বছরের মেয়েটি।ময়নাতদন্তের পর মেয়েটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিণ্ডে। ঘটনার সময় বিছানায় বসে খেলায় মগ্ন ছিল ভাই-বোন। ভাইয়ের হাতেই ছিল পিস্তলটি। সেখান থেকেই গুলি চলে ঘটে যায় দুর্ঘটনাটি। দীনেশ কুমার ওঝা, পেশায় জেলা আধিকারিকের অফিসে কেরানি পদে রয়েছেন।তার ছেলেই অনুজ। যার গুলিতে মৃত্যু হয়েছে দীনেশের মেয়ে নিধির।