অ্যাপস ব্যবহার করে কীভাবে লেনদেন, আট বছরের বাচ্চাও বড়দের শিখিয়ে দিতে পারবে:পর্রীকর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2016 04:14 PM (IST)
পানাজি: নোট বাতিলের জেরে দেশে যখন নগদ সমস্যা চূড়ান্ত, তখন ক্যাশলেস অর্থনীতি তৈরির ভাবনা কেন্দ্রীয় সরকারের। নোট বাতিল পরবর্তী বিভিন্ন ভাষণে সেকথা বলেছেনও নরেন্দ্র মোদী। মোদীর সেই ক্যাশলেস অর্থনীতির স্বপক্ষে আরও একধাপ এগিয়ে এবার সওয়াল করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। তাঁর দাবি ক্যাশলেস-এর জন্য যে অ্যাপ ব্যবহার করা হয়, তা কোনও আট বা ১০ বছরের বাচ্চাও শিখে নিয়ে বড়দের শিখিয়ে দিতে পারবে। পর্রীকর জানিয়েছেন তাঁদের লক্ষ্য আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে গোয়াকে সম্পূর্ণ ক্যাশলেস অর্থনীতিতে পরিণত করা। যদিও এইমুহূর্তে হয়তো একেবারে নগদশূন্য করা সম্ভব হবে না অর্থনীতি, তবে লেস ক্যাশ সমাজতো গঠন করা যেতেই পারে, দাবি পর্রীকরের। ক্যাশলেস লেনদেন নিশ্চিত করতে কেন্দ্র ইউপিআই অ্যাপ নামের এক অ্যাপ বাজারে এনেছে। মোবাইলে থাকবে এই অ্যাপ, এরসাহায্যে ছোট লেনদেনও অনায়সে করা যাবে।