তিরুঅনন্তপুরম: দু মাস ধরে অন্তত ১২ জন ধর্ষণ করেছে এক দলিত কিশোরীকে। গ্রেফতার হয়েছে ৭ অভিযুক্ত। এদের বয়স ১৯ থেকে ৩২-এর মধ্যে। মূল অভিযুক্ত সহ বাকিরা পলাতক। তিরুঅনন্তপুরম সীমান্তের কাছে আট্টিঙ্গালের ঘটনা। কিন্তু ১৫ বছরের মেয়েটি এমন ভয়াবহ যৌন নিগ্রহের পরও সসম্মানে বাঁচতে চায়। সদ্যসমাপ্ত দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল সে, জানিয়েছে পুলিশ।
মেয়েটির কাহিনি খুবই করুণ। মা মানসিক প্রতিবন্ধী। বাড়িতে তাদের সঙ্গেই থাকত এক তুতো ভাই। সিনেমায় ছোটখাট নাচের দৃশ্যে কাজ করে পেট চালাত মেয়েটি।
পুলিশ জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি তুতো ভাইয়ের দুই বন্ধু, আমির ও অনুপ শাহ এসে মেয়েটিকে জানায়, অপ্রকৃতিস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে তার ভাই। তার কাছে নিয়ে যাওয়ার নাম করে তারা মেয়েটিকে তাদের অটোয় চাপিয়ে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। মোবাইলে সেই ছবি তুলে নেয়। এরপর সেই ছবি দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করা শুরু হয়। কথা না শুনলে ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ২ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চের মধ্যে টাকার বিনিময়ে একাধিক লোকের কাছে মেয়েটিকে পাঠায় তারা।
পুলিশ জানিয়েছে, বাধা দেওয়ায় যৌন নিগ্রহের পাশাপাশি দৈহিক অত্যাচারও চলে তার ওপর। মেয়েটির দেহে অজস্র সিগারেটের ছ্যাঁকার দাগ রয়েছে। তাকে বেঁধে রেখে মারধর করা হত, মদ-গাঁজা খেতেও বাধ্য করা হত বলে পুলিশের কাছে অভিযোগ করেছে মেয়েটি।
৩০ মার্চ মেয়েটিকে একটি জায়গায় মারধর করা হচ্ছে দেখে পুলিশ এগিয়ে যেতেই পালিয়ে যায় হামলাকারীদের দল। তারপরই গোটা বিষয়টি সামনে আসে।
দু মাস ধরে ১২ জনের হাতে ধর্ষণের পরও পরীক্ষা দিল দলিত কিশোরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2016 08:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -