বারাবাঁকি: উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। তারা মোবাইল ফোনে এই ঘটনার ভিডিও তুলে রেখেছে বলেও অভিযোগ করেছে ওই নাবালিকা। অভিযুক্তরা পলাতক।

পুলিশ সূত্রে খবর, বারাবাঁকির রামনগর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। বুধবার গ্রামের মাঠে গিয়েছিল ১৫ বছর বয়সি ওই মেয়েটি। গ্রামেরই তিন যুবক প্রবেশ, রামু ও পঙ্কজ সেখান থেকে মেয়েটিকে অপহরণ করে। ধর্ষণ করার পাশাপাশি মোবাইল ফোনে ভিডিও তুলে রাখে অভিযুক্তরা। এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলে নির্যাতিতাকে ভয় দেখায় অভিযুক্তরা।

ওই নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চাইছিল না। উচ্চপদস্থ আধিকারিকদের জানানোর পর গতকাল সন্ধ্যায় এফআইআর দায়ের করে রামনগর থানার পুলিশ। সার্কেল অফিসার শ্রীপাল যাদব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।