১০ টাকার লোভ দেখিয়ে বাঁশ বাগানে নিয়ে গিয়ে নাবালিকার ‘যৌন নির্যাতন’, অভিযুক্ত প্রৌঢ় প্রতিবেশী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2018 04:46 PM (IST)
নদিয়া: শনিবার সকালে পাশের পাড়ায় পিসির বাড়িতে গিয়েছিল ৭ বছরের মেয়েটা। একা একাই ফিরছিল। কিন্তু পথে যে ওৎ পেতে রয়েছে বিপদ, তা বুঝতে পারেনি একরত্তি মেয়েটার। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে! ঘটনা ঘিরে নদিয়ার নাকাশিপাড়ায় চাঞ্চল্য। পরবিরারে দাবি, পিসির বাড়ি থেকে ফেরার সময় ১০টাকার লোভ দেখিয়ে, নাবালিকাকে বাঁশ বাগানে ডেকে নিয়ে যান প্রতিবেশী আনিসুর শেখ। সেখানে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ঘটনার সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন নির্যাতিতার কাকা। পরিবারের দাবি, গ্রামবাসীদের ডাকতে গেলে, বাবাকে ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তের ছেলে। ঘটনায় নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। পকসো আইনে মামলা রুজু হয়েছে।