সেওনি (মধ্যপ্রদেশ): স্কুল যাওয়ার পথে লাগাতার উত্যক্ত করত এক যুবক। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিল কিশোরী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়।


পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী দশম শ্রেণির পড়ুয়া ওই কিশোরী গতকাল নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কিশোরীকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।


কিশোরী কারও বিরুদ্ধে অবিযোগ না করলেও, পরিবারের দাবি, তাকে ক্রমাগত উত্যক্ত করত এক যুবক। মৃতের ভাই জানিয়েছে, ২২ বছরের ওই যুবক প্রায়ই স্কুলের পথে কিশোরীকে উত্যক্ত করত। ভাইয়ের দাবি, একবার ওই ব্যক্তিকে সতর্ক করাও হয়েছিল। কিন্তু সে কথা শোনেনি। এর জন্য বোন বেশ কিছুদিন ধরেই বিষণ্ণ ছিল।


পুলিশ সুপার জানান, ইভ-টিজিংয়ের কোনও অভিযোগ দায়ের করা হয়নি নিহতের পরিবারের তরফে। তবে, স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।