কোটা: মেয়েদের সরকারি হোস্টেলে এক নিরাপত্তারক্ষী ধর্ষণের চেষ্টা করল ১৪ বছরের এক কিশোরীকে। কিন্তু মা ঠিক সময়ে এসে পড়ায় বিপদ এড়াল মেয়েটি।
রাজস্থানের কোটায় কস্তুরবা গাঁধী বালিকা বিদ্যালয়ের হোস্টেলে এই ঘটনা ঘটেছে।
মেয়েটি ওই স্কুলের ছাত্রী নয়, হোস্টেলেও থাকে না। তার বাড়ি হোস্টেলের উল্টোদিকে। গতকাল সকাল নটা নাগাদ কোনও কাজে হোস্টেলে গিয়েছিল সে। পুজোর ছুটি চলায় কোনও আবাসিকই সেখানে ছিল না। শুধু ছিল বছর পঁচিশের নিরাপত্তারক্ষী কিষণ খাটি। হোস্টেল ফাঁকা থাকার সুযোগে সে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু ভাগ্যক্রমে তখনই এসে পড়েন তার মা। কিষণ চম্পট দেয়।
কিশোরীর মা অভিযুক্তের বিরুদ্ধে থানায় নালিশ করেছেন। কিষণকে খুঁজছে পুলিশ। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কোটার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কস্তুরবা গাঁধী স্কুল কাম হোস্টেলে থাকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীরা। কর্মীরা সকলেই মহিলা। শুধু নিরাপত্তারক্ষী পুরুষ।
ঠিক সময়ে এসে পড়লেন মা, ধর্ষণের হাত থেকে বাঁচল কিশোরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2017 01:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -