নাসিক:  তেরো বছরের এক নাবালিকাকে গণধর্ষণের দায় অভিযুক্ত পাঁচ নাবালক সহ এক কলেজ ছাত্র। ঘটনাটি ঘটেছে নাসিকের অশ্বীননগরে।

তেরো বছরের ওই নাবালিকাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে, তাকে মাদক মিশিয়ে নরম পানীয় খেতে দেয় অভিযুক্তরা। এরপর নাবালিকা জ্ঞান হারালে, তাকে ধর্ষণ করা হয়। এমনকি এই ধর্ষণের কথা মেয়েটি যদি ফাঁস করে দেয়, তাহলে তার সর্বনাশ হবে, তেমন হুমকিও দেওয়া হয়, দাবি পুলিশের ডেপুটি কমিশনার শ্রীকান্ত ধীভারের। ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত সেপ্টেম্বরে।

তবে মেয়েটি গতকাল তার মাকে ঘটনার কথা জানালে, তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধর্ষণে অভিযুক্ত কলেজ ছাত্র ওয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করেছিল। সেই গ্রুপে কয়েকজন বান্ধবীকেও যোগ করে সে। সেই গ্রুপেই ছিল ওই মেয়েটি। তারপর সেখানেই অশ্লীল বার্তা পাঠাতে শুরু করে কলেজ ছাত্রটি। এরপর মেয়েটিকে একদিন একটি বাড়িতে নিয়ে গিয়ে অজ্ঞান করে দিয়ে গণধর্ষণ করা হয়।