পটনা: ছোটবেলা থেকে মা দুর্গার ভক্ত। বন্ধুদের বলত, দেবী তার স্বপ্নে আসেন। আর এবার দেবীর পুজো দিতে গিয়ে নিজের বাঁ চোখটাই উপড়ে দিল বিহারের দ্বারভাঙার মেয়ে ১৬ বছরের কোমল কুমারী। ওই চোখের দৃষ্টি হারিয়েছে সে। গতকাল দ্বারভাঙার বাহেরি ব্লকের সিরুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। মন্দিরে দুর্গা মূর্তির সামনে কোমল যখন এই কাণ্ড করে, তখন বহু ভক্ত উপস্থিত। ছিল তার পরিবারও। নবরাত্রির সপ্তম দিন উপলক্ষ্যে পুজো চলছিল ধুমধাম করে। কোমল প্রথমে সকলকে জিজ্ঞাসা করে, কেউ দেবীকে চোখ নিবেদন করেছে কিনা। তারপর নিজের ডান হাত দিয়ে উপড়ে ফেলে বাঁ চোখ। চোখ দিয়ে গলগল করে রক্ত বার হতে থাকে তার। এই অবস্থাতেই সে দেবীর কাছে যাওয়ার চেষ্টা করছিল। তখন তাকে ধরে ফেলেন সকলে। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তার অবস্থা দেখে তাকে দ্বারভাঙা মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেন। এখন সেখানেই ভর্তি সে। চিকিৎসকরা জানিয়েছেন, বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে সে। পরিবারের লোক জানিয়েছেন, ৬ বছর বয়স থেকে কোমল দেবী দুর্গার ভক্ত। বন্ধুদের বলত, দেবী তাকে স্বপ্নে দেখা দেন। কিন্তু সে যে এমন কাণ্ড ঘটাবে তা কেউ বুঝতে পারেনি।