কিশোরীকে গণধর্ষণের অভিযোগে কানপুরে গ্রেফতার ৪ ছাত্র
Web Deask, ABP Ananda | 28 Dec 2018 01:29 PM (IST)
কানপুর: এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে কানপুরে ৪ যুবককে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে ১ জন ম্যানেজমেন্ট পড়ুয়া ও ৩ জন ইঞ্জিনিয়ারিং ছাত্র। পুলিশ সূত্রে জানানো হয়েছে মঙ্গলবার বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিল ওই কিশোরী। রাস্তায় অভিযুক্ত যুবকদের মধ্যে একজনের সঙ্গে তার দেখা হয়। কিশোরীকে নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য বলে ওই যুবক। কিশোরীর অভিযোগ, কয়েক ঘণ্টা ধরে তার ওপর পাশবিক নির্যাতন চালায় চারজন। পুলিশ সুপার সঞ্জীব সুমন জানান, কিশোরীকে ধর্ষণ করার পর তাকে বাবুপূর্বা পুলিশ স্টেশানের কাছে ফেলে দিয়ে যায় ওই চার অভিযুক্ত যুবক। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রূজু করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কিশোরীকে।