চন্দাউলি(উত্তরপ্রদেশ): মদ্যপ অবস্থায় বন্ধুর বাড়িতে ঢুকে তার চার বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চন্দাউলি জেলার ঝুসি গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার সন্তোষ কুমার সিংহ জানিয়েছেন, গতকাল মধ্যরাতে মদ্যপ অবস্থায় বন্ধুর বাড়িতে ঢোকে শ্যাম নারায়ণ (৪৫) নামে অভিযুক্ত। সে বন্ধুকে তামাক দিতে বলে। তামাক দিয়ে ওই ব্যক্তি যখন জল পান করতে বাড়ির ভিতরে যান, তখন অভিযুক্ত ব্যক্তি তাঁর ঘুমন্ত মেয়েকে দেখতে পায়। এরপর সে মেয়েটিকে তুলে নিয়ে বাড়ির পাশের মাঠে গিয়ে ধর্ষণ করে। ইতিমধ্যে মেয়েটিকে দেখতে না পেয়ে তার খোঁজ শুরু করেন বাবা। তিনি মাঠে গিয়ে মেয়েটিকে দেখতে পান। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়।
চার বছরের মেয়েকে ধর্ষণ বাবার মদ্যপ বন্ধুর
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jun 2017 06:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -