সাগর: নাবালিকাকে ধর্ষণের পর গায়ে আগুন ধরিয়ে দিল দুই দুষ্কৃতী। মধ্যপ্রদেশের সাগর জেলার ডেভাল গ্রামে এই নারকীয় ঘটনা ঘটেছে। গতকাল রাতের এই নারকীয় ঘটনায় ১৫ বছরের কিশোরীর শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে।
ভানগড় থানার সাব-ইন্সপেক্টর মহেন্দ্র সিংহ ধাকড় জানিয়েছেন, প্রধান অভিযুক্ত সর্বেশ সেন (২১) গতকাল রাতে ওই নাবালিকার বাড়িতে ঢোকে। তার সঙ্গে ছিল আরও একজন। সে নাবালক বলে সন্দেহ। বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ওই নাবালিকাকে ধর্ষণ করে সর্বেশ। মেয়েটি সাহায্যের জন্য আর্ত চিত্কার শুরু করলে সর্বেশরা বাড়িতে থাকা কেরোসিন মেয়েটির গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মেয়েটির বাবা নেই। কয়েক বছর আগে মারা গিয়েছেন তিনি। মা বাপের বাড়িতে গিয়েছিলেন। মেয়েটিক দাদু বৃদ্ধ-অসমর্থ। কানেও শুনতে পান না। ঘটনার সময় মেয়েটির দাদু বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন।
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত সর্বেশকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্ত ফেরার।
মধ্যপ্রদেশে বাড়িতে ঢুকে ধর্ষণের পর নাবালিকার গায়ে আগুন লাগালো দুই দুষ্কৃতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Dec 2017 06:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -