জানা গেছে, বীরু, সোনু, নীরজ সহ গ্রামের আরও দুজনের সঙ্গে এলাকার হ্যান্ডপাম্প থেকে জল তোলা নিয়ে বিবাদ ছিল কিশোরীর পরিবারের। গতকাল সন্ধেয় কিশোরী যখন জল আনতে যায় তখন সেখানে চলে আসে পাঁচ অভিযুক্ত। তারা কিশোরীকে জল নিতে বাধা দেয়। এরফলে কিশোরীর সঙ্গে অভিযুক্তদের বচসা শুরু হয়। তারা কিশোরীকে হুমকিও দেয়। কিন্তু বাধা না শুনে জল নিতে গেলে অভিযুক্তরা তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে।
কানপুরের হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওই কিশোরী। সার্কেল অফিসার অর্পিত কপূর জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে গ্রাম সংলগ্ন এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।