নয়াদিল্লি: নিজের স্কুলের উঁচু ক্লাসের কয়েকজন ছাত্রীর হাতে শ্লীলতাহানির শিকার পশ্চিম দিল্লির মোতি নগরের এক স্কুলের সাত বছরের নাবালিকা। শুধু শ্লীলতাহানি নয়, নাবালিকাকে মাদক খাইয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে এই কুকীর্তি ঘটায় তারা। ঘটনায় অভিযুক্ত এক ছাত্রী প্রাপ্তবয়স্ক হলেও, অপর অভিযুক্ত এখনও নাবালিকা। ঘটনায় প্রাপ্ত বয়স্ক ছাত্রীটিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের দাবি, তাদের কাছে এক ব্যক্তির থেকে পিসিআর কল আসে। ওই ব্যক্তি জানান, তাঁর মেয়েকে দীর্ঘ কয়েকমাস ধরে স্কুলের উঁচু ক্লাসের ছাত্রীরা শারীরিকভাবে হেনস্থা করছিল, মাদক খাইয়ে তার শ্লীলতাহানি পর্যন্ত করা হয়।
তাকে ডাক্তারি পরীক্ষার জন্যে হাসপাতালে নিয়ে গেলে ওই নাবালিকা কাউন্সিলরকে জানায় অভিযুক্ত দুই ছাত্রী তাকে বিরতির সময় স্কুলের ফাঁকা ক্লাসে নিয়ে গিয়ে পোশাক খুলে দিত। নিজেদেরটাও খুলে ফেলত। তারপর তার শরীরের গোপনাঙ্গে জোর করে হাত দিত। মেয়েটি বারণ করলে, তাকে হুমকি পর্যন্ত দেয় ওই দুই ছাত্রী। গত কয়েকমাস ধরে এই ঘটনা চলছে বলে জানিয়েছে ওই ছাত্রী।
নাবালিকা কন্যাকে মাদক খাইয়ে শ্লীলতাহানি করেছে স্কুলের উঁচু ক্লাসের মেয়েরা, থানায় অভিযোগ বাবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Feb 2017 03:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -