নয়াদিল্লি: সওয়ারির কানে হেডফোন। রাস্তায় কী হচ্ছে সেদিকে হুঁশ নেই। স্রেফ এই বেখেয়ালের জেরে তাঁর গাড়ির চাকায় পিষে গেল আড়াই বছরের এক শিশু। অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ। জামিনও মিলে গিয়েছে।
মৃত শিশুর নাম দীপক। গতকাল বিকেলে দক্ষিণ পশ্চিম দিল্লির পালামের বাসিন্দা ছেলেটি বাড়িতে খেলছিল। খেলতে খেলতেই ছুটে রাস্তায় নেমে আসে সে। তার মাও পিছনে ছুটে বার হন কিন্তু দ্রুতগামী গাড়ি সোজা এসে ধাক্কা দেয় তাকে।
মা ছেলেকে কাছের হাসপাতালে নিয়ে যান কিন্তু তারা চিকিৎসা করেনি। অন্য একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
দীপকের মা অভিযোগ করেছেন, গাড়িটিকে তাঁর ছেলের দিকে ধেয়ে আসতে দেখে তিনি চিৎকার করে চালককে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু কানে হেডফোন থাকা ওই মহিলা গাড়ির গতি কমাননি। দুর্ঘটনার পরেও তিনি গাড়ির পিছনে ছুটেছিলেন কিন্তু তখনও গতি কমাননি অভিযুক্ত।
২৫ বছরের ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিন পেয়ে যান তিনি।
কানে হেডফোন, হাতে স্টিয়ারিং, দিল্লিতে গাড়ির তলায় শিশুকে পিষে দিলেন মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Aug 2017 01:24 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -