ইটারসি, মধ্যপ্রদেশ: অভিযুক্ত গত কয়েক মাস ধরেই তাকে হুমকি দিচ্ছিল। শেষপর্যন্ত গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা ধর্ষণের শিকার এক নাবালিকা। মধ্যপ্রদেশের ইটারসির ওই নাবালিকা গতকাল সকাল এগারোটা নাগাদ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাকে কোনওক্রমে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে ওই নাবালিকা চিকিত্সাধীন।
নির্যাতিতার বাবা বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারি তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়। সম্প্রতি অভিযুক্ত জেল থেকে ছাড়া পেয়েছে। তাঁর মেয়ের ভয় হয়েছিল, এবার অভিযুক্ত তাকে খুনই করে ফেলবে।
পুলিশ জানিয়েছে, চিকিত্সাধীন নাবালিকা এখন বিপন্মুক্ত। কিন্তু তার দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন এসডিওপি অনিল শর্মা।
মাসের পর মাস হুমকি ধর্ষকের, গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার
ABP Ananda, web desk
Updated at:
14 Oct 2016 01:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -