কারনাল:হরিয়ানায় ফের সংখ্যালঘুদের মারধর ও প্রার্থনা গৃহের দেওয়াল ভেঙে দেওয়ার ঘটনা সামনে এসেছে। সেখানকার মাইকও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্তদের অভিযোগ, তাঁদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। কারনালের নেওয়াল গ্রামে এই ঘটনা ঘটেছে। মাইকে প্রার্থনার শব্দ শুনে ক্ষেপে গিয়ে কয়েকজন প্রার্থনা গৃহে ঢুকে পড়ে। সেখানে উপস্থিত লোকজন এতে ভয় পেয়ে যান। এরপর তাঁরা কুঞ্জপুরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। গ্রামেরই কয়েকজনের বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের ফাঁকা জায়গায় প্রার্থনা করা নিয়ে হরিয়ানার গুরুগ্রামে বিতর্ক দানা বেঁধেছিল।গুরুগ্রাম সেক্টর ৫৩-র ওয়াজিরাবাদ গ্রামে খোলা জায়গায় প্রার্থনার ক্ষেত্রে বাধা দান নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। সেখানে সরকারি জমিতে কয়েকজন শ্রমিক প্রার্থনা করছিলেন। সেই সময় কয়েকজন এসে তাঁদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এই ঘটনা নিয়ে গুরুগ্রামে উত্তেজনা ছড়িয়েছিল।