২ নাবালিকাকে ধর্ষণ করল বাবা, থানায় অভিযোগ ঠাকুর্দার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Aug 2017 10:37 AM (IST)
মথুরা: উত্তরপ্রদেশের মথুরার একটি গ্রামে বাবা তার দুই অপ্রাপ্তবয়স্ক মেয়েকে আড়াই বছর ধরে যৌন নিগ্রহ করে চলেছে বলে অভিযোগ। মেয়েদুটির ঠাকুর্দা এ ব্যাপারে আজ পুলিশে অভিযোগ করেছেন। জানা গিয়েছে, অভিযুক্ত প্রথমে তার ১৪ বছর বয়সি ছোট মেয়েকে ধর্ষণ করে, তারপর তার শিকার হয় ১৭ বছরের বড় মেয়ে। আড়াই বছর ধরে অত্যাচার সহ্য করার পর মেয়েদুটি অবশেষে সাহস করে ঠাকুর্দাকে সব খুলে বলে। আজ সকালে তাদের ঠাকুর্দা স্থানীয় নৌঝিল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। দুই বোনকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।