ইঞ্জিনে আগুন, ১৯৩ জনকে নিয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ বেঙ্গালুরুগামী বিমানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2017 02:05 PM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: বেঙ্গালুরু রওনা হওয়ার কিছুক্ষণ বাদেই গোএয়ার ফ্লাইটের একটি ইঞ্জিনে আগুন ধরে গেল। বুধবার সন্ধ্যায় ১৯৩ জন যাত্রী, বিমানকর্মী নিয়ে বিমানটি দ্রুত ফিরে আসে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে। এক বিবৃতিতে বিমান সংস্থটির পক্ষ থেকে বলা হয়েছে, জি৮-৫৫৭ দিল্লি-বেঙ্গালুরু ফ্লাইটটি টেকনিক্যাল কারণে সন্ধ্যা ৭টা ৫৩-য় দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। চলন্ত বিমানটিতে আগুন বেশি বড় চেহারা ধারণ করতে পারেনি দক্ষিণ পূর্ব দিল্লির দ্বারকার গয়লা ডেয়ারি গ্রামের দুটি ছেলের জন্য। বাড়ির বারান্দায় বসে ছিল ওরা। আচমকা বিমানের লেজে আগুন দেখে তারা ছুটে গিয়ে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে। সেখান থেকে বিমানবন্দরে খবর পাঠানো হয়। ফিরতে বলা হয় বিমানটিকে। প্রায় ১৫ মিনিট আকাশে থাকার পর নেমে আসে সেটি। বিমানের এক যাত্রী বলেছেন, ইঞ্জিনে বড় আগুন নজরে পড়েছিল। ৩০ সেকেন্ড মতো ছিল। তবে দ্রুত না নিভিয়ে ফেলা হয়।