নয়াদিল্লি: বলিউডি কাহিনী যেন। ১৯৭৬ সালে সর্পাঘাতে মৃত মহিলা বেঁচে বাড়ি ফিরলেন!


সাপের কামড়ে মারা গিয়েছেন ধরে নিয়ে উত্তরপ্রদেশের কানপুরে মাঝাওয়ান টাউনের ইনায়েতপুর গ্রামের বাসিন্দা ওই মহিলার শেষকৃত্য করে দেহটি গঙ্গায় ভাসিয়েও  দিয়েছিল পরিবারের লোকজন। দেহটি ভাসতে ভাসতে কনৌজ জেলার শেষ প্রান্তে একটি গ্রামে চলে যায়। গ্রামবাসীরা দেহটি তুলে আনেন। প্রায় ৪০ বছর বাদে শুক্রবার বাড়ি ফিরে আসেন তিনি। ভূত দেখার মতো চমকে ওঠেন মেয়ে, পাড়া-পড়শীরা। তাঁর দাবি, সাপের ছোবলে মৃত্যু হয়নি তাঁর, সাময়িক জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। ৮২ বছরের বৃদ্ধার কথা প্রথমে বিশ্বাসই করতে  চাননি মেয়েরা। শেষ পর্যন্ত জড়ুলের দাগ দেখে তাঁকে শনাক্ত করেন মেয়েরাই।