নয়াদিল্লি: করিডরে সেলফি তুলে, চুল আঁচড়ানো 'সময়ের অপব্যবহার'। এসব নিষিদ্ধ করে নোটিস পড়ল দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউসের স্কুল অব ওপেন লার্নিং (এসওএল)-এ। নিষেধাজ্ঞা ভাঙলে সাসপেন্ড করা হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে, হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্রীদের উদ্দেশ্যে কর্তৃপক্ষের বক্তব্য, মিরান্ডা হাউস কলেজ ও তার শিক্ষকরা তোমাদের উন্নত মানের শিক্ষার জন্য খাটছেন। এর ফলে ছাত্রীরা পড়াশোনায় মন দিতে পারবে বলে আমাদের আশা। ওদের অনেককেই সেলফি তুলতে, চুল আঁচড়াতে বা গ্যালারিতে মডেলিংয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। কিন্তু এসব বাজে সময় নষ্ট করা, যা কলেজ কখনই অনুমোদন করে না। এবার থেকে কোনও পড়ুয়াকে সময় নষ্ট করতে দেখা গেলে সেদিনের ক্লাস থেকে সাসপেন্ড করা হবে, কলেজ ভবনও ছাড়তে হবে তাকে।
মিরান্ডা হাউসের প্রিন্সিপাল প্রতিভা জলি অবশ্য নোটিস জারির খবর সমর্থন করে বলেছেন, প্রায় সময়ই দেখা যায়, পড়ুয়ারা পিলারে বসে সেলফি তুলছেন। ওদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। সেকথা মাথায় রেখে আমাদের নিজেদের বৈঠকেই নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ক্রান্তিকারী যুব সংগঠন নামে এক ছাত্র সংগঠন ওই নোটিশকে 'নারীবিদ্বেষী' আখ্যা দিয়ে দিল্লি মহিলা কমিশনে নালিশ জানাবে বলে জানিয়ে দিয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এই কলেজে ছাত্রীদের সেলফি তোলা, চুল আঁচড়ানো নিষিদ্ধ, না মানলে সাসপেনসন!
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jan 2017 04:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -