মীরপুর(পাক অধিকৃত কাশ্মীর): নিজেরাই নিজেদের মুখোশ খুলে ফেলল পাকিস্তান। সার্জিক্যাল স্ট্রাইকের কথা কার্যত স্বীকার করে নিলেন পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরের পুলিশ সুপার। বললেন, ১২ জন পাকিস্তানির মৃত্যু হয়েছে।

পাকিস্তানের আত্মঘাতী গোল! সার্জিক্যাল স্ট্রাইক অস্বীকার করতে করতে, এবার স্বীকারই করে ফেলল তারা। CNN NEWS 18-এর সাংবাদিকের সঙ্গে কথপোকথনে পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরের পুলিশ সুপার স্বীকার করে নিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। টেলিভিশন চ্যানেল CNN NEWS 18 এর ইনভেস্টিগেটিং এডিটর নিজের পরিচয় লুকিয়ে, নিজেকে পাকিস্তান পুলিশের আইজি পরিচয় দিয়ে পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরের পুলিশ সুপারকে ফোন করেন! আর সেই কথপোকথনেই সামনে চলে আসে সত্যিটা।

প্রশ্ন. তোমার কী মনে হচ্ছে কতজন মারা গিয়েছে?
উত্তর - স্যার সার্জিক্যাল স্ট্রাইকে ১২ জন মতো মারা গিয়েছে।

প্রশ্ন - তাহলে আর্মি পোস্টে ১২ জনকে মেরেছে?
উত্তর - হ্যাঁ, স্যার মোট ১২

প্রশ্ন - কোথায় কবর দেওয়া হয়েছে?
উত্তর - স্যার গ্রামে

পুলিশ সুপার বুঝতেই পারেননি তিনি কার সঙ্গে কথা বলছেন! ফলে পুরোটা সত্যিটা বলে ফেলেন তিনি। তবে, এই রেকর্ডিংটি CNN NEWS 18এর। তাই এর সত্য মিথ্যা এবিপি আনন্দ যাচাই করেনি।