নয়াদিল্লি: গেরুয়া বসনের জন্যই তাঁর সম্পর্কে অনেক ভুল ধারনা ছড়িয়েছে বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সুখ ও সম্বৃদ্ধির নতুন ধারনার মাধ্যমে সমাজের সমস্ত শ্রেণীর মন জয় করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।একইসঙ্গে যোগী বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি। যোগী বলেছেন, যারা ধর্মনিরপেক্ষতার নামে ভারতের 'ঐতিহ্য'কে অপমান করছেন তাঁরা তিনি ক্ষমতায় বসার পর ভয় পেয়েছে।

আরএসএস স্বীকৃতি পত্রিকা অর্গানাইজার-কে দেওয়া সাক্ষাত্কারে যোগী বলেছেন, 'অনেকেই বলেন যে, আমি গেরুয়া পরি। দেশে অনেকেই রয়েছেন, যাঁদের গেরুয়া পছন্দ নয়। তাই আমার সম্পর্কে বহু ভুল ধারনা রয়েছে'।

যোগী বলেছেন, কাজের মাধ্যমেই তাঁরা সমস্ত শ্রেণীর মানুষের হৃদয় জয় করে নেবেন। সুখ ও সম্বৃদ্ধির নতুন ধারনা তাঁরা ছড়িয়ে দেবেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, 'রাষ্ট্র'কে রক্ষা করাই হবে তাঁর সরকারের প্রধান 'ধর্ম'। দুর্নীতি-মুক্ত প্রশাসনের আশ্বাসও তিনি দিয়েছেন।