জম্মু: কাশ্মীরে একের পর এক স্কুলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আজ কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, যারা পড়াশোনার সুস্থ পরিবেশ বন্ধ করে দিতে চাইছে, তাদের কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আগামী সপ্তাহ থেকেই উপত্যকায় খুলে যাবে সব স্কুল, পঠনপাঠন স্বাভাবিক ছন্দে চলবে, এমনই ইঙ্গিত মিলেছে তাঁর কথায়। উল্লেখ্য গত চার মাস ধরে কাশ্মীরে বন্ধ রয়েছে বেশিরভাগ স্কুলই।
মেহবুবা বলেন, বাচ্চারা স্কুলে পড়াশোনার জন্য আসে। অথচ আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা ব্যবস্থা থমকে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। যারা শিক্ষাব্যস্থা স্তব্ধ করে দিতে চাইছে তাদের কোনওভাবেই সহ্য করা হবে না। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত এমন বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এখন তাদের জায়গা জেলে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের পরিস্থিতি। নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয় দুপক্ষেরই অনেকের। আগুন ধরিয়ে দেওয়া হয় ৩৪ টি স্কুল, ১১০টি সরকারি বিল্ডিং-এ। এরমধ্যে ক্ষতিগ্রস্থ বেশ কিছু ভবন।
আরও পড়ুন:
দক্ষিণ কাশ্মীরে 'স্কুল চলো' অভিযান শুরু করল সেনাবাহিনী
কাশ্মীরে আরও একটি স্কুলে আগুন
বাচ্চাদের মনের দরজা খুলে যাবে, তাই ভয় পেয়ে স্কুলে আগুন জঙ্গিদের: সত্যার্থী
স্কুল পোড়ানোর বিষয়ে খোঁজ নিন, খুলুন বন্ধ থাকা স্কুল: মেহবুবা সরকারকে নির্দেশ কেন্দ্রের
স্কুল পুড়েছে, শিক্ষা থমকে, দুর্ভাগ্যজনক, বললেন মেহবুবা
Web Desk, ABP Ananda
Updated at:
07 Nov 2016 06:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -