নয়াদিল্লি: রাজ্যের পর রাজ্যে ভোটে নাজেহাল হওয়া কংগ্রেসকে এবার নতুন করে অস্বস্তিতে ফেলল আইএসের প্রকাশ করা একটি ভিডিও। ২২ মিনিটের ওই ভিডিওয় মহম্মদ সাজিদ ওরফে বড়া সাজিদ বলে এক জঙ্গিকে দেখানো হয়েছে। ভিডিওয় সে বলেছে, ২০০৮-এ দিল্লির বাটলা হাউস এনকাউন্টারের সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় সে। পরে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয়। ওই ভিডিওয় আইএম জঙ্গি সাজিদকে ছাড়াও দেখানো হয়েছে আবু রশিদ, রেহমান ও ফাহাদ তনভির শেখকে। এরা সকলেই ভারত থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়া জঙ্গি। ফলে আইএসে ভারতীয় যোগের অভিযোগ এবার পাকাপাকিভাবে প্রমাণিত হল বলে গোয়েন্দারা মনে করছেন। যদিও এনআইএ এই ফুটেজের সত্যতা খতিয়ে দেখছে।
ইউপিএ আমলে ঘটে বাটলা হাউস এনকাউন্টার। ওই ঘটনায় খতম হয় ২ জঙ্গি, গুলির লড়াইতে মারা যান দিল্লি পুলিশের এনকাউন্টার বিশেষজ্ঞ ইনস্পেক্টর মোহনচাঁদ শর্মা। কিন্তু কথা হল, কংগ্রেস বরাবরই দাবি করে এসেছে, ওটা ভুয়ো এনকাউন্টার ছিল। প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ তো এও বলেন যে, বাটলা হাউস এনকাউন্টারের ছবি দেখে সনিয়া গাঁধী প্রচণ্ড কান্নাকাটি করেছিলেন। স্বাভাবিকভাবেই বিজেপি অভিযোগ করে, সংখ্যালঘু ভোট টানার লক্ষে দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত এমন একটি গুরুতর বিষয় নিয়ে কংগ্রেস রাজনীতি করছে। এ নিয়ে আদালতে মামলাও হয়, চারদিক খতিয়ে দেখে আদালত জানিয়ে দেয়, ভুয়ো এনকাউন্টারের অভিযোগ মিথ্যে, প্রকৃত জঙ্গিদের পাকড়াও করার জন্যই ঘটে বাটলা হাউস এনকাউন্টার। কিন্তু দিগ্বিজয় সিংহের মত রাহুল গাঁধী ঘনিষ্ঠ কংগ্রেস নেতারা বরাবরই ওই এনকাউন্টার সাজানো বলে দাবি করে এসেছেন। এখন আইএস ভিডিওয় বাটলা হাউস থেকে পালানো জঙ্গির ছবি সামনে আসায় মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।
এর আগে আইএস জঙ্গিরা ভারতীয় জেহাদিদের ক্ষমতা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিল, জেহাদের স্বপ্ন নিয়ে সিরিয়ায় যাওয়া ভারতীয় জঙ্গিদের সন্তুষ্ট থাকতে হত আইএসের শৌচাগার পরিষ্কার করে। এখন নতুন নতুন ভিডিও সামনে আসায় গোয়েন্দারা এই বিপদের গুরুত্ব খতিয়ে দেখছেন।
বাটলা হাউস থেকে পালানো জঙ্গিরা যোগ দিয়েছে ইসলামিক স্টেটে, সামনে এল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2016 05:52 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -