কাসারগোড় (কেরল): আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোন হামলায় কেরলের আরও এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। সে সম্ভবত ইসলামিক স্টেট জঙ্গি বাহিনীতে যোগ দিয়েছিল। মুরশিদ মহম্মদ নামে কেরলের পদনা জেলার ওই যুবকের মারা যাওয়ার খবর দিয়েছেন স্থানীয় এক ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ (আইইউএমএল) নেতা তথা সমাজকর্মী আবদুল রহিমান। তিনি গতকাল সোস্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে ওই মৃত্যু সংবাদ পাওয়ার কথা জানিয়েছেন। ফোনে পিটিআইকে তিনি বলেছেন, ঘটনার সঠিক দিনটি জানা যায়নি। সাধারণত যে সূত্রে আসে, সেভাবে খবরটা আসেনি। বিস্তারিত কিছু জানি না।
গত বছর কেরল থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে ২১ জন নিখোঁজ হয়ে যায় বলে শোনা গিয়েছিল। সন্দেহ করা হয়, তারা সিরিয়ায় আইএসে নাম লিখিয়েছে। মুরশিদ নাকি সেই দলেই ছিল।
তবে তার মারা যাওয়ার খবরের সমর্থন মেলেনি চান্দেরা পুলিশের তরফে। তারা বলেছে, এ ব্যাপারে কোনও খবর নেই আমাদের কাছে।
প্রসঙ্গত, দু মাস আগে আফগানিস্তানে ড্রোন হামলায় নিহত হয় টি কে হাফিসুদ্দিন নামে পদনারই আরেক যুবক।
আফগানিস্তানে ড্রোন হামলায় হত 'আইএসে নাম লেখানো' নিখোঁজ কেরলের যুবক
Web Desk, ABP Ananda
Updated at:
14 Apr 2017 01:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -