আর্জেন্তিনা হারায় ঘর ছেড়েছিলেন, উদ্ধার হল কেরালার অন্ধ মেসি ভক্তের দেহ
ABP Ananda, Web Desk | 24 Jun 2018 01:52 PM (IST)
ফাইল ছবি
কোট্টায়ম: আর্জেন্তিনা ফুটবল টিমের অধিনায়ক লায়োনেল মেসির কট্টর ভক্ত দিনু অ্যালেক্সের দেহ উদ্ধার হল। কেরলের কোট্টায়মে ইল্লিক্কাল সেতুর কাছে তাঁর দেহ পাওয়া গিয়েছে। ৩০ বছর বয়সী দিনু ২১ তারিখ আর্জেন্তিনা ক্রোয়েশিয়ার কাছে ৩ গোলে হেরে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান। রেখে যান সুইসাইড নোট, তাতে লেখা ছিল, এ বিশ্বে আমার আর কিছু দেখার নেই। চললাম... আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাঁর বাড়ির লোকেরা পুলিশে নিখোঁজ ডায়রি করেন। এরপর থেকেই পুলিশ তাঁর সন্ধান করছিল। দিনুর ঘর থেকে উদ্ধার হওয়া একটি বইয়ে পাওয়া গিয়েছে তাঁর হাতে লেখা, মেসি, আমার জীবন তোমার জন্য, বিশ্বকাপ তোমার হাতে দেখার অপেক্ষা করছি। আর একটিতে লেখা, আমার দল তাদের যাত্রা শুরু করল, সঙ্গে আমার জীবন। এবার আমি জিতবই। দিনু রসায়ন নিয়ে স্নাতক হয়েছিলেন, বেসরকারি একটি সংস্থায় অ্যাকাউন্ট্যান্টের কাজ করতেন তিনি।