নাসিক: স্বপ্নের নায়ক শাহরুখ খানকে চোখের দেখা দেখতে বাড়ি থেকে পালিয়েছিল ৬ কিশোরী। ২৪ ঘন্টার মধ্যে মুম্বইয়ে কিং খানের বান্দ্রার বাসভবন মন্নত-এর কাছ থেকে তাদের উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিল নাসিক পুলিশ।

৬টি মেয়ের বয়স ১২ থেকে ১৫-র মধ্যে। সকলেই তুতো বোন। পুলিশ জানিয়েছে, ২৩ মে রাত থেকে ওদের পাওয়া যাচ্ছে না, এই মর্মে নিখোঁজ ডায়েরি করেন বাড়ির লোকজন।

পুলিশ জানতে পারে, ওরা সেদিন সন্ধ্যায় দল বেঁধে বাড়ি থেকে বেরিয়ে জেলার কালোয়ান তালুকের বিখ্যাত নানদুরি মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে নাসিক রোড রেলস্টেশন। শতাব্দী এক্সপ্রেসে চেপে চলে যায় দাদারে। তারপর পায়ে হেঁটে শাহরুখের বাড়ি। বাইরেই ঘোরাঘুরি করে, এই আশায়, যদি একবার মুখটা দেখা যায় কিং খানের!

এদিকে ওদের অনুসন্ধানে নাসিক থেকে মুম্বই পাঠানো হয় পুলিশ টিমকে। মেয়েগুলির বাড়ির লোকজন পুলিশকে ওদের বলিউডের তারকা-প্রীতির কথা জানিয়েছিল। সেই সূত্র ধরেই খুঁজতে খুঁজতে থানে ও কল্যাণ থানার পুলিশের সাহায্যে ঠিক ওদের মন্নত-এর সামনেই খুঁজে পান নাসিকের পুলিশকর্মীরা। ওদের নাসিকে ফিরিয়ে নিয়ে কাউন্সেলিং করিয়ে তুলে দেওয়া বাবা, মায়েদের হাতে।