নয়াদিল্লি: রাহুল গাঁধী নিখোঁজ বলে পোস্টার পড়েছিল অমেঠিতে। এক সপ্তাহের মাথায় কংগ্রেস সহ সভাপতির মা সনিয়া গাঁধী বেপাত্তা বলে জানিয়ে নানা জায়গায় পোস্টার ছড়িয়ে পড়ল তাঁর সংসদীয় কেন্দ্র রায়বরেলিতে। কংগ্রেস সভানেত্রীর খোঁজ মিলছে না, কেউ তাঁকে খুঁজে বের করতে পারলে পুরস্কার দেওয়া হবে, বলা হয়েছে তাতে।
গোরা বাজার, মহানন্দপুর ও গভর্নমেন্ট কলোনিতে সাঁটা পোস্টারগুলিতে দাবি করা হয়েছে, রায়বেরিলির জনতা নিজেদের সংসদীয় প্রতিনিধির দেখা না পেয়ে প্রতারিত বোধ করছেন, তাঁরাই খুঁজছেন জনপ্রতিনিধিকে।
সনিয়া এ বছর এখনও রায়বেরিলিতে পা রাখেননি। রাহুল অবশ্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন থাকায় গত ফেব্রুয়ারি অমেঠি এসেছিলেন, ভোটপ্রচারে নেমেছিলেন অখিলেশ সিংহ যাদবের সঙ্গে। শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে সনিয়া এবার উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচার থেকে দূরেই ছিলেন।
কংগ্রেসের দাবি, রাহুল ও সনিয়াকে নিখোঁজ প্রচার করে পোস্টার মারার পিছনে বিজেপি, আরএসএস রয়েছে। সনিয়া নিখোঁজ দাবি করে লাগানো 'ভিত্তিহীন' পোস্টার সরিয়ে দেন কংগ্রেস কর্মীরা।
এবার সনিয়া 'নিখোঁজ', পুরস্কার ঘোষণা করে পোস্টার রায়বেরিলিতে
Web Desk, ABP Ananda
Updated at:
16 Aug 2017 07:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -