নয়াদিল্লি: ফের প্রকাশ্যে টাটা বনাম মিস্ত্রির লড়াই।
টাটা সন্স-এর তরফে এদিন অভিযোগ করা হয়, সিলেকশন কমিটিকে ভুল বুঝিয়ে ২০১১ সালে চেয়ারম্যান হয়েছিলেন সাইরাস মিস্ত্রি। নিজের করা প্রতিশ্রুতি পালন না করা এবং ক্ষমতার অপব্যবহার করে সংস্থার কাঠামোকে দুর্বল করারও অভিযোগ তোলা হয়েছে।
শুধু তাই নয়। কর্পোরেট গভর্ন্যান্স নিয়ে মিস্ত্রির খোলা চিঠিরও সমালোচনা করেছে টাটা সন্স। এদিন এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভাবতে অবাক লাগে যে ব্যক্তি মাত্র চার বছর সংগঠনের পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি শাসনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন।
প্রসঙ্গত, আর কয়েকদিনের মধ্যেই টাটা গোষ্ঠীর শেয়ারহোল্ডারদের বৈঠক বসতে চলেছে। সেখানে গোষ্ঠীর ‘লিস্টেড’ কোম্পানিগুলির মাথা থেকে সাইরাসকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। টাটা সন্স ইতিমধ্যেই জানিয়েছে, সাইরাসের নেতৃত্ব নিয়ে যে সংস্থার বিভিন্ন কোনায় অসন্তোষ দেখা দিয়েছিল, সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য তারা প্রকাশ করবে।