নয়াদিল্লি: ফের টাটা গোষ্ঠীতে রদবদল।
এবার সাইরাস মিস্ত্রিকে সরিয়ে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর অন্তর্বর্তী চেয়ারম্যান হলেন ইশাত হুসেন। স্থায়ী চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শুরু।
টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স-এর চেয়ারম্যানের পদ থেকে সরানোর সময়ই রতন টাটা হাবভাবে বুঝিয়ে দিয়েছিলেন, টাটাদের বাকি সংস্থার মাথা থেকেও তিনি দ্রুত সাইরাস মিস্ত্রিকে সরাতে চলেছেন।
সেইমতো টাটা সন্স-কাণ্ডের কয়েক সপ্তাহের মধ্যেই এবার দেশের বৃহত্তম সফটওয়্যার সংস্থা টিসিএস-এর ডিরেক্টরের পদ থেকেও সাইরাসকে সরিয়ে দেওয়া হল।
এই সংক্রান্ত আরও খবর:
কে কিনবেন সাইরাস মিস্ত্রির শেয়ার, খদ্দের খুঁজছেন রতন টাটা
চেয়ারম্যান হলেও ক্ষমতায় ‘ঠুঁটো জগন্নাথ’ ছিলেন! অপসারণের পরদিন বিস্ফোরক সাইরাস
গতকাল টিসিএস-কে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত জানায় টাটা সন্স। চিঠিতে বলা হয়েছে, নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন ইশাত হুসেন।
টিসিএস-এ প্রায় ৭৪ শতাংশ শেয়ারের মালিক টাটা সন্স। আইনি প্রক্রিয়াকে রূপ দিতে এবং নতুন স্থায়ী চেয়ারম্যান নিয়োগ করতে ইজিএম ডাকা হয়েছে।
প্রসঙ্গত, টাটাদের বাতানুকূল যন্ত্র বিভাগ ভোল্টাস এবং স্যাটেলাইট টেলিভিশন টাটা স্কাই-এর ডিরেক্টর পদে রয়েছেন হুসেন।
এই সংক্রান্ত আরও খবর:
টাটা সনস-এর চেয়ারম্যানের পদ থেকে অপসারিত সাইরাস মিস্ত্রী, অন্তর্বর্তী চেয়ারম্যান রতন টাটা
সাইরাসকে আইনি সুরাহা নয়, আদালতে ক্যাভিয়েট টাটা গোষ্ঠীর
এখানেই শেষ নয়। টাটা গোষ্ঠীর পরবর্তী লক্ষ্য হল সংস্থার তাজ গ্রুপ থেকেও সাইরাসকে হঠানো। এর জন্য হোটেল চেন-এর শেয়ারহোল্ডারদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। এই সংস্থাতেও ২৮ শতাংশ শেয়ার রয়েছে টাটা সন্স-এর।
গতমাসে দেশের অন্যতম বড় কর্পোরেট হাউস টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে আচমকা সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। তাঁর জায়গায় চারমাসের জন্য অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব নেন রতন টাটা।
এরপরই রতন টাটা ও সাইরাস মিস্ত্রির মধ্যে জোর তরজা শুরু হয়। যা নিয়ে সংবাদমাধ্যমে আলোড়ন পড়ে যায়।
এই সংক্রান্ত আরও খবর:
‘কনফিডেন্সিয়াল’ বার্তা ফাঁস করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন মিস্ত্রি, বিবৃতি টাটার
ওপরতলার বদলের কথা না ভেবে ব্যবসায় মনোযোগ দিন: সংস্থার কর্তাদের রতন টাটা