প্রসঙ্গত, ২০০৯ সালে ইমরান খান অভিনীত ‘লাক’ ছবিতে অভিনয়ের সময় পিঠে চোট পান মিঠুন। হাড়ে চিড় ধরে তাঁর। সেই ব্যথাই নতুন করে ভোগাচ্ছে তাঁকে। এখানে চিকিত্সার পরও অবস্থার উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞের পরামর্শের জন্য আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মিঠুনের ম্যানেজার জানিয়েছেন, অক্টোবরের শেষেই ফিরে আসবেন সুপারস্টার।
অসুস্থ মিঠুন, বিশ্রামের জন্য গেলেন লস অ্যাঞ্জেলসে
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2016 09:53 AM (IST)

মুম্বই: শরীর ভালো নেই। পুরোনো পিঠে ব্যথা হঠাত্ই চাগাড় দিয়েছে। তাই চিকিত্সা সংক্রান্ত পরামর্শ নিতে আমেরিকায় পাড়ি দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। মাস খানেকের জন্য লস অ্যাঞ্জেলসে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে ইমরান খান অভিনীত ‘লাক’ ছবিতে অভিনয়ের সময় পিঠে চোট পান মিঠুন। হাড়ে চিড় ধরে তাঁর। সেই ব্যথাই নতুন করে ভোগাচ্ছে তাঁকে। এখানে চিকিত্সার পরও অবস্থার উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞের পরামর্শের জন্য আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মিঠুনের ম্যানেজার জানিয়েছেন, অক্টোবরের শেষেই ফিরে আসবেন সুপারস্টার।
প্রসঙ্গত, ২০০৯ সালে ইমরান খান অভিনীত ‘লাক’ ছবিতে অভিনয়ের সময় পিঠে চোট পান মিঠুন। হাড়ে চিড় ধরে তাঁর। সেই ব্যথাই নতুন করে ভোগাচ্ছে তাঁকে। এখানে চিকিত্সার পরও অবস্থার উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞের পরামর্শের জন্য আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মিঠুনের ম্যানেজার জানিয়েছেন, অক্টোবরের শেষেই ফিরে আসবেন সুপারস্টার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -