নয়াদিল্লি: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির একদিন পরই সব রাজ্যকে নিয়ে কেন্দ্রের ডাকা প্রাক-বাজেট বৈঠক থেকে ওয়াকআউট করলেন অমিত মিত্র।
দুদিনের পণ্য পরিষেবা কর পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। এদিনই সেই বৈঠক শেষ হয়। বেরিয়ে অমিত জানান, কেন্দ্রীয় বাজেট এখন অর্থহীন হয়ে পড়েছে। কারণ, বর্ষবরণের রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকিছুই জানিয়ে দিয়েছেন।
অমিতের দাবি, এদিন বৈঠক থেকে ওয়াকআউট করার আগে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে সাফ জানিয়েছেন যে, নোট বাতিলের ফলে দেশে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে। তিনি বলেন, আমি বলেছি, বাস্তবে (নোট বাতিলের ফলে) কী ঘটেছে। দেশজুড়ে রাজনৈতিক ভীতির আবহাওয়া চলছে।
এদিন বৈঠকে নিজের দাবির স্বপক্ষে একটি প্রেজেন্টেশন করেন অমিত। সেখানে তিনি জানান, নোট বাতিলেপর ফলে বহু ছোট শিল্প বন্ধ হয়ে গিয়েছে। কয়েক’শ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের চর্ম-শিল্প একেবারে ভেঙে পড়েছে। পাশাপাশি, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ ও তেলঙ্গনাতেও এর প্রভাব পড়েছে বলে দাবি করেন তিনি।
অমিত জানান, নিজের বক্তব্য রাখার পর বৈঠক থেকে ওয়াকআউট করে তিনি ‘সাহসিকতারই’ পরিচয় দিয়েছেন।