শিলং: এত্ত সাহস! এলাকার উন্নয়ন নিয়ে কৈফিয়ত চাওয়ার সাহস দেখিয়েছেন, তাও দুনিয়াসুদ্ধ লোকের সামনে! প্রশ্ন কর্তাকে ঠেঙিয়ে সিধে করে দিলেন মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়ের বিধায়ক স্যামুয়েল সাংমা। ভোটদাতাদের এত স্পর্ধা সহ্য করেন না তিনি।
ওই বিধায়কের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর হয়েছে। অভিযোগকারী ফ্রিডম মারাক বলেছেন, সাংমাকে শহরের উন্নয়নমূলক কাজ সংক্রান্ত একটি প্রশ্ন করেন তিনি। এরপরই বিধায়ক তাঁকে মারতে শুরু করেন। মারের চোটে তাঁর মুখ ফুলে যায়, রক্ত জমে কালো হয়ে যায় চোখ। আর এক নাগরিককেও নাকি একইভাবে মারধর করেন ওই বিধায়ক কিন্তু তিনি আর পুলিশের কাছে যাওয়ার সাহস দেখাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত করছে তারা, আহতকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
২০১৩-য় বাঘমারা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত স্যামুয়েল সাংমা ওই এলাকার ৩ বারের বিধায়ক। রাজ্যের কংগ্রেস সরকারকে সমর্থন করছেন তিনি।
পাঁচজনের সামনে 'অস্বস্তিকর' প্রশ্ন, সওয়ালকারীকে বেধড়ক ঠেঙিয়ে শিক্ষা দিলেন বিধায়ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2017 01:12 PM (IST)
অভিযোগকারী
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -