আগরতলা: তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ তোলা মহিলাকে বিয়ে করলেন ত্রিপুরার শাসক বিজেপি জোটের শরিক আইপিএফটি-র বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। রবিবার ওই মহিলাকে আগরতলার চতুরদাস দেবতা মন্দিরে বিয়ের কথা স্বীকার করেছেন ধনঞ্জয়। একই কথা জানিয়েছেন ধনঞ্জয়ের আইনি উপদেষ্টা অমিত দেববর্মাও।
ওই মহিলা গত ২০ মে আগরতলা মহিলা থানায় বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ও তাঁকে বিয়ে না করে বিধায়ক প্রতারণা করেছেন বলে অভিযোগ জানান। তাঁর দাবি, রিমাভ্যালি কেন্দ্রের ওই বিধায়কের সঙ্গে ‘সামাজিক ভাবে’ তাঁর সম্পর্ক আছে, কিন্তু ঘনিষ্ঠতা গড়ে উঠলেও পরে বিয়ে করতে অস্বীকার করেছেন তিনি। ধর্ষণে অভিযুক্ত হন ধনঞ্জয়। গত ১ জুন বিধায়কের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায় ত্রিপুরা হাইকোর্টে।
দেববর্মা বলেন, দুপক্ষই আপসরফায় রাজি হয়েছে, কেউই পরস্পরের বিরুদ্ধে আর কোনও অভিযোগ, পাল্টা অভিযোগ দায়ের করবে না। বিবাহিত মহিলা এখন ধলাইয়ের গন্দাছেড়ায় সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন। বিয়ের শংসাপত্র পাওয়ার প্রয়োজনীয় নথিপত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছে বলে খবর।
ধর্ষণ, প্রতারণার অভিযোগ তোলা মহিলাকে বিয়ে ত্রিপুরার বিধায়কের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jun 2019 07:04 PM (IST)
ওই মহিলা গত ২০ মে আগরতলা মহিলা থানায় বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ও তাঁকে বিয়ে না করে বিধায়ক প্রতারণা করেছেন বলে অভিযোগ জানান।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -