সিন্ধুদূর্গ জেলার কাঙ্কাভেলিতে এ ঘটনা ঘটেছে বলে খবর। কাঙ্কাকেলি নীতেশের বিধানসভা কেন্দ্র। এ ব্যাপারে নীতেশের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রকাশ খেড়েকর নামে ডেপুটি ইঞ্জিনিয়রের অভিযোগের ভিত্তিতে নীতেশ, তাঁর অনুগামীদের নামে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় (সরকারি কর্মী নিগ্রহ, কর্তব্য পালনে বাধাদান) এফআইআর দায়ের হয়। সিন্ধুদূর্গের পুলিশ সুপার দীক্ষিত গেডাম বলেছেন, এই মামলায় ওঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নীতেশ ও কাঙ্কাভেলি পুর নিগমের প্রেসিডেন্ট সমীর নালাওয়াড়ে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার ওই ডেপুটি ইঞ্জিনিয়ারকে একটি ব্রিজের রেলিংয়ে ঠেসে ধরে গায়ে, মাথায় বালতি-ভর্তি কাদা ঢেলে দিচ্ছেন। তাঁদের বলতে শোনা যাচ্ছে, রোজ স্থানীয় বাসিন্দাদের চলন্ত গাড়ির ছেটানো কাদা গায়ে মাখতে হয়। আজ আপনাকেও মাখতে হবে।
নারায়ণ রানে নিজের ছোট ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন। নারায়ণ এখন মহারাষ্ট্র স্বাভিমান পার্টির নেতা। তিনি বলেছেন, ছেলে সরকারি অফিসারের গায়ে কাদা ঢেলে দেওয়ার জন্য ক্ষমা চাইছি। তবে স্থানীয় জনসাধারণের হয়েই হাইওয়ের বেহাল দশার প্রতিবাদ করছিল।