ফোন না তোলায় থানার ইনচার্জকে বদলির হুমকি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের ছেলের!
Web Desk, ABP Ananda | 27 Jun 2019 08:57 PM (IST)
পুলিশ সুপার জানান, থানায় ঢুকেই বিধায়ক-পুত্র ইনচার্জের কাছে জানতে চান, কেন তাঁর ফোন ধরেননি। কিন্তু ইনচার্জ তাঁর পরিচয় জানতে চাইলে বিধায়ক-পুত্র বদলির ভয় দেখান। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিধায়ক রাজপুত অবশ্য ছেলের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, সে পুলিশকে হুমকি দেয়নি।
লখনউ: নির্বাচিত জনপ্রতিনিধি বা তাদের ছেলেমেয়েদের ক্ষমতার জোর দেখিয়ে প্রশাসনের লোকজনকে দায়িত্ব পালনে বাধাদানের আরও এক উদাহরণ দেখালেন বিজেপির উত্তরপ্রদেশের কাসগঞ্জের বিধায়কের ছেলে। জেলার পুলিশ সুপার অলোক কুমার জানিয়েছেন, বিধায়ক দেবেন্দ্র সিংহ রাজপুতের ছেলে যশবীর বুধবার রাতে আচমকা কাসগঞ্জের সোরোন গেট থানায় হাজির হয়ে ইনচার্জ সত্যেন্দ্র পাল সিংহকে বদলির হুমকি দেন বলে অভিযোগ। সত্যেন্দ্রর অপরাধ, তিনি যশবীরের ফোন ধরেননি! বিধায়ক পুত্রের পরিচিত এক অ্যাম্বুল্যান্স চালকের সঙ্গে আরেক গাড়িচালকের কথাকাটাকাটি হয়। সেই গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে অ্যাম্বুল্যান্স চালককে থানায় ডেকে পাঠানো হয়েছিল। তারপরই বিধায়ক-পুত্র থানায় যান বলে জানিয়েছেন পুলিশ সুপার। সম্ভবত অ্যাম্বুল্যান্স চালক থানার তলব পেয়ে বিধায়ক-পুত্রকে জানালে তিনি থানায় ফোন করে ইনচার্জকে চান। তিনি ফোন ধরতে পারেননি তখন। পুলিশ সুপার জানান, থানায় ঢুকেই বিধায়ক-পুত্র ইনচার্জের কাছে জানতে চান, কেন তাঁর ফোন ধরেননি। কিন্তু ইনচার্জ তাঁর পরিচয় জানতে চাইলে বিধায়ক-পুত্র বদলির ভয় দেখান। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিধায়ক রাজপুত অবশ্য ছেলের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, সে পুলিশকে হুমকি দেয়নি। ঘটনার তদন্ত করে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে সিটি সার্কল অফিসারকে, জানিয়েছেন এসপি। যদিও কোনও এফআইআর দায়ের করা হয়নি। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয় ইনদওর পুরসভার অফিসারকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। শীর্ষস্থানীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলের এক্তিয়ার ছাড়ানোর দৃষ্টান্ত স্থাপনের পরপরই কাসগঞ্জের জনপ্রতিনিধির ছেলের বিরুদ্ধে উদ্ধত আচরণের অভিযোগ উঠল।