পটনা: বিহারের দ্বাদশ শ্রেণির ছাত্র আদিত্য সচদেব হত্যা মামলায় অভিযুক্ত রকি যাদবকে ফের জেলে পাঠাল শীর্ষ আদালত। পটনা হাইকোর্টের জামিনের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট শুক্রবার স্থগিতাদেশ দিয়েছে।
৭ মে গয়ার রাস্তায় গাড়ি ওভারটেক করার অপরাধে রাকেশরঞ্জন যাদব ওরফে রকি স্কুল পড়ুয়া আদিত্য সচদেবকে গুলি করে খুন করে বলে অভিযোগ। জেডিইউ পুরমাতা মনোরমা দেবী ও বাহুবলী নেতা বিন্দি যাদবের ছেলে রকি সে সময় নেশাগ্রস্ত ছিল বলে খবর। ১০ তারিখ বাবার গয়ার কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গয়া আদালতে রকির বিরুদ্ধে খুনের মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। আর একটি চার্জশিট দাখিল করা হয় রকির আত্মীয় তেনি যাদব, তার বাবা বিন্দি যাদব ও পুরমাতা মায়ের দেহরক্ষী রাজেশ কুমারের বিরুদ্ধে। মনোরমা দেবীকে দল থেকে সাসপেন্ডও করা হয়।
প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল, ক্ষমতাসীন দলের নেত্রীর ছেলে রকির বিরুদ্ধে আদৌ কোনও ব্যবস্থা নেবে কিনা নীতীশ কুমার সরকার। সেই অভিযোগ খারিজ করতেই বিহার সরকার মামলার দ্রুত ট্রায়ালের ব্যবস্থা করে, ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষও হয়ে যায়। ঘটনার ১ মাসের মধ্যে ফাইল হয় চার্জশিট। খোদ মুখ্যমন্ত্রী মৃত ছাত্রের বাড়ি গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করেন, আশ্বাস দেন, বিচার মিলবে।
পটনা হাইকোর্টে রকি জামিন পাওয়ার পর বিহার সরকার জানিয়ে দেয়, এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাবে তারা।
জামিন বাতিল, বিহারে বাহুবলী-পুত্রকে ফের জেলে পাঠাল সুপ্রিম কোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
28 Oct 2016 03:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -