নয়াদিল্লি: ধূমপান ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় একথা সকলেরই জানা। কিন্তু ধূমপান করতে গিয়ে যে কারও পুড়ে মৃত্যু হতে পারে, এমন ঘটনা এই প্রথম ঘটল। দক্ষিণপূর্ব দিল্লির তুঘলাকাবাদে ঘটনাটি ঘটেছে। ৭২ বছর বয়সি জয়চাঁদ বিধুরি পেশায় জমি বাড়ির দালালির সঙ্গে যুক্ত। তিনিই গাঁধী জয়ন্তীর সকালে স্ত্রী কাছ থেকে বিড়ির প্যাকেট চান। নীচের তলায় ওই ব্যক্তি একলাই ছিলেন। আচমকাই ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাড়ির অন্য সদস্যেরা।
নীচে এসে দেখা যায় জয়চাঁদের শরীরের বেশিরভাগ অংশ জ্বলে গিয়েছে। বিধুরির স্ত্রী জানিয়েছেন, ঘটনার কিছুক্ষণ আগে তাঁর কাছ থেকে বিড়ি এবং দেশলাইয়ের বাক্স চেয়ে পাঠান স্বামী। এরপরই ঘটে যায় এই দুর্ঘটনা। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে ধূমপান থেকে শরীরের ক্ষতি হয়ে মৃত্যু আগে একাধিকবার ঘটেছে। কিন্তু এভাবে পুড়ে মৃত্যু সাধারণত ঘটে না। পুলিশের অনুমান জয়চাঁদের কাপড়ে আগুন লেগে গিয়েছিল। সেই থেকেই এই দুর্ঘটনা ঘটে।
বিড়ি খেতে গিয়ে পুড়ে মৃত্যু বৃদ্ধর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Oct 2017 04:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -