সাংলি: মহারাষ্ট্রের বাইরে থেকে আসা শ্রমিকদের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হল সাতজনকে। তারা রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সাত কর্মী বলে সন্দেহ করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ৫০৪ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এমএনএস বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছে, কুপওয়াড় শিল্পাঞ্চলের কারখানাগুলিতে চাকরির ক্ষেত্রে স্থানীয় যুবকদের প্রাধান্য দিতে হবে। সেই কারণেই বহিরাগত শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছে বলে মনে করছে পুলিশ। মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থানার ইন্সপেক্টর এ এম কদম বলেছেন, আক্রান্ত শ্রমিকরা উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন। তাঁরা যখন কারখানা থেকে ফিরছিলেন, তখনই হামলা চালানো হয়। এক আক্রান্তের অভিযোগের ভিত্তিতে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
উত্তর ভারতের শ্রমিকদের উপর হামলা, গ্রেফতার ৭ সন্দেহভাজন এমএনএস কর্মী
Web Desk, ABP Ananda
Updated at:
11 Oct 2017 07:31 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -