মুম্বই: কাজ হল না কর্ণ জোহরের আর্জিতে। ভবিষ্যেত পাক শিল্পীদের নিয়ে কাজ না করার কথা বলেছিলেন বলিউডের এই পরিচালক। কিন্তু পাক অভিনেতা ফাওয়াদ খান অভিনীত কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে ফের সুর চড়াল রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্বাণ সেনা (এমএনএস)। আজ মুম্বইয়ের বিভিন্ন মাল্টিপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখায় এমএনএস সমর্থকরা। তাদের দাবি,  ছবি রিলিজ করা চলবে না। এমএনএস-এর স্পষ্ট হুমকি, ছবি মুক্তি পেলে ভাঙচুর করা হবে সিনেমা হলগুলিতে।


দক্ষিণ মুম্বইয়ের মেট্রো সিনেমা হলের সামনে থেকে চার এমএনএস কর্মীকে আটক করে পুলিশ।

আজাদ ময়দান থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মেট্রো সিনেমার সামনে বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দেয় এমএনএস কর্মীরা। পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করতে বলে। কিন্তু তাতে কর্ণপাত করেনি এমএনএসের বিক্ষোভকারীরা। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, উরি হামলার পর বলিউডে পাক শিল্পীদের নিয়ে কাজ করা যাবে না বলে ফতোয়া জারি করেছিল এমএনএস। তারা পাক শিল্পীদের ভারত ছেড়ে যাওয়ারও হুমকি দেয়। পাশাপাশি, পাক শিল্পী অভিনীত ছবির মুক্তি আটকে দেওয়া হবে বলেও জানায় তারা। এই পরিস্থিতিতে তাঁর আগামী সিনেমা মুক্তির আগে ক্ষোভ প্রশমিত করতে কর্ণ জোহর জানান, তিনি আর পাক শিল্পীদের নিয়ে কাজ করবেন না। তাঁর সিনেমার মুক্তিতে বাধা না দেওয়ারও আর্জি জানান তিনি।

কিন্তু রাজ ঠাকরের এমএনএস ওই আর্জিতে সাড়া না দিয়েই সিনেমার বিরোধিতায় রাস্তায় নেমে পড়ল। তাদের দাবি. অনেক দেরীতে বোধোদয় হয়েছে কর্ণ জোহরের। রাজ সহ এমএনএসের শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন দলের চলচ্চিত্র শাখার প্রধান অ্যামি খোপকার। বৈঠকে এমএনএস সিনেমার মুক্তির বিরোধিতার সিদ্ধান্তেই অনড় থাকে। খোপকার জানিয়েছেন, সব সিনেমা হলের সামনেই বিক্ষোভ দেখাবে এমএনএস।

শুধু এমএনএস-ই নয়, আরও কয়েকটি রাজনৈতিক দল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তির বিরোধিতা করেছে।আগামী ২৮ অক্টোবর দীপাবলির আগে এই সিনেমার মুক্তি পাওয়ার কথা। কিন্তু এমএনএস যেভাবে বিরোধিতায় নামছে তাতে সিনেমাটির মুক্তি ঘিরেই সংশয় দেখা দিয়েছে।

এছাড়াও সিনেমা ওনার্স ইক্সিবিটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াও মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটক ও গোয়ায় পাক শিল্পীদের অভিনীত সিনেমা না দেখানোর কথা ঘোষণা করেছে।

রণবীর কাপূর, অনুষ্কা শর্মা ও ঐশ্বর্য রাই অভিনীত করণ জোহরের সিনেমায় পাক শিল্পী ফাওয়াদ খান থাকায় চরম অনিশ্চয়তার মুখে পড়ে গেল।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ -এর মুক্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন ফিল্মস অ্যান্ড প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়ার সদস্যরা। মুম্বই পুলিশের পক্ষ থেকে অবশ্য তাঁদের ছবি মুক্তির জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।