নয়াদিল্লি: আফগানিস্তান, পাকিস্তান সহ বিশ্বের বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বালুচভাষীদের জন্য মাল্টিমিডিয়া ওয়েবপেজ এবং মোবাইল অ্যাপ চালু করল আকাশবাণী। শুক্রবার থেকে এই পরিষেবা চালু হয়েছে। এর ফলে কম্পিউটার এবং মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের ভাষার অনুষ্ঠান শোনার সুযোগ পাবেন বালুচভাষীরা।
প্রসার ভারতীয় চেয়ারম্যান এ সূর্যপ্রকাশ এদিন মোবাইল অ্যাপ এবং ওয়েবপেজের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বেশ কয়েকটি ভাষার অনুষ্ঠান ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সম্প্রচারিত হয়। এবার বালুচ ভাষাতেও এই পরিষেবা পাওয়া যাবে। ভবিষ্যতে আরও অনেক ভাষায় এই পরিষেবা চালু করা হবে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে সর্বত্র ঠিক খবর ও তথ্য পৌঁছে দেওয়া ভারতের কর্তব্য।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের স্বাধীনতা দিবসের ভাষণে পাক অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তানে পাকিস্তানের অত্যাচারের প্রসঙ্গ উত্থাপন করেন। তারপরেই প্রসার ভারতীর এই উদ্যোগ। তবে আকাশবাণীর আধিকারিকরা জানিয়েছেন, ১৯৭৪ সাল থেকেই বালুচ ভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। এটা নতুন কিছু নয়। ওয়েবপেজ এবং মোবাইল অ্যাপই শুধু নতুন।
প্রসার ভারতীর এই উদ্যোগে পাকিস্তান যে খুশি হবে না সেটা বলাই বাহুল্য। তবে আকাশবাণীর ডিরেক্টর জেনারেল এফ শেহরিয়র বলেছেন, পাকিস্তান চাইলেও বালুচ ভাষার অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করতে পারবে না। আপাতত রোজ এক ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারিত হবে। তবে বিদেশ মন্ত্রক আশ্বাস দিয়েছে, এই অনুষ্ঠান সম্প্রচারের সময় বাড়ানোর বিষয়ে সাহায্য করা হবে। শেহরিয়র আরও বলেছেন, পাল্টা প্রচার করা তাঁদের উদ্দেশ্য নয়। মানুষের কাছে ঠিক তথ্য পৌঁছে দিতে চান তাঁরা।
আকাশবাণীর বালুচ মোবাইল অ্যাপ, ওয়েবসাইট চালু
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 09:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -