নয়াদিল্লি: লোকসভায় মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে সাংসদদের সতর্ক করে দিলেন স্পিকার সুমিত্রা মহাজন। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে সোমবার মোবাইল ফোনে বিরোধী সাংসদদের বিক্ষোভের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করার অভিযোগের পরিপ্রেক্ষিতেই হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার।


সোমবার লোকসভায় বিক্ষোভ দেখানোর সময় স্পিকারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগে অধীর চৌধুরী সহ ৬ কংগ্রেস সাংসদ সাসপেন্ড হয়েছেন। সেই ঘটনাই মোবাইলে বন্দি করার অভিযোগ উঠেছে অনুরাগের বিরুদ্ধে। আম আদমি পার্টির বিধায়ক ভগবন্ত মান অনুরাগের বিরুদ্ধে স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই অভিযোগ পেয়ে স্পিকার বলেন, অনুরাগ যদি এই কাজ করে থাকেন, তাহলে তাঁকে ক্ষমা চাইতে হবে। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। স্পিকারের এই হুঁশিয়ারির পর অনুরাগ দুঃখপ্রকাশ করেন।