নয়াদিল্লি: কোনও কাগজপত্র লাগবে না। লাগবে শুধু মোবাইল ফোন আর আধার কার্ড। বিমান ধরার জন্য এমনই ডিজিটাল ব্যবস্থার কথা ভাবছে কেন্দ্র।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক প্রস্তাবিত ডিজি যাত্রা প্রকল্পের আওতায় বোর্ডিং পাস ও নিরাপত্তা সংক্রান্ত গোটা ব্যবস্থাই ডিজিটাল করতে চাইছে। মন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা জানিয়েছেন, গোটা ব্যবস্থাই যাতে পুরোপুরি ডিজিটাল করা যায়, সে পথে হাঁটতে চান তাঁরা।
অর্থাৎ বিমানের টিকিট কাটবেন ডিজিটাল ব্যবস্থায়, বোর্ডিং ও সিকিউরিটি হবে ডিজিটাল। আধার নম্বর, পাসপোর্ট বা অন্য নথির মাধ্যমে যাত্রীকে সনাক্ত করা যাবে, অন্য কোনও কাগজপত্র নিয়ে ঘোরার প্রয়োজন নেই। আগামী কয়েক মাসের মধ্যেই এই ব্যবস্থা চালু হবে বলে আশা করা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন।
মন্ত্রীর কথায়, বিমানবন্দরে যাওয়ার জন্য গাড়ি বুক করা, বিমানবন্দরে ঢোকা, বোর্ডিং পাস পাওয়া, বিমানে ওঠা, গাড়ি ধরে ফিরে যাওয়া- সব কিছুই সম্ভব হবে শুধু আপনার মোবাইল ফোনের মাধ্যমে।
হাতে মোবাইল, পকেটে আধার? শুধু এই দুটো থাকলেই শিগগিরই বিমানে উঠতে পারবেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2017 08:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -